আমি অন্ধকার
অন্ধকারের পথিক,
জানি না কবে তার দেখা পাব
যে আমার সুবর্ণ পথের সু নির্দেশক।
এখনও আমি অন্ধকারে দাঁড়িয়ে
হাতছানি দিয়ে ডাকছি তাকে।
আর তীক্ষ্ণ ও কোমল সুরে বলছি,
" এই আলো, আমাকে উদ্ধার করো ,
মুক্ত করো আমাকে .....
এই ধূসর পরিবেশ, কঠোর সংগ্রাম
আর ভালো লাগছে না।
দয়া করে, মুক্ত করো আমাকে।,"
কিন্তু তবুও সে যেন আমায় দেখতে পাচ্ছে না।
দোষটা আমারই
আমি যে অন্ধকারের পথিক।
না, ও শুনবে না
আমাকে আমার মতো চলতে হবে।
তাই আমি চলেছি, আলোর পথেই ..... একাই
কিন্তু আর কতদূর........
আর কতদূর পর তার দেখা পাব আমি?
তাহলে কি আমি তার কাছে যেতে পারবো না?
শুধুমাত্র দূর থেকেই তাকে দেখে যেতে হবে?
কিন্তু আমি তো একজন সংগ্রামী,
তাই আমি কোনোদিনই বিনাযুদ্ধে থামবো না।