বাংলা জুড়ে দেখো হচ্ছে খুন  আর ডাকাতি
করছে আমাদের ঘরের মা, বোনেদের ধর্ষণ,
নানান ফুল, কাস্তে হাতুড়ি করছে লড়াই
ভোটের পরে কে পাবে শাসকের আসন।
এরাই আবার দেখো বলছে জোরে
দেবে আমাদের মা, বোনদের নিরাপত্তা,
এদেরকে ঠ্যাং ধরে নামিয়ে আনা উচিত
আজকের নারী সমাজ সব্বাইকে দিক সেই বার্তা।
দেশ বদলানোর মিথ্যা অভিনয়ের মাধ্যমে
দিয়ে যায় ওরা মিথ্যা প্রতিশ্রুতির স্বাক্ষর,
নির্যাতিত পশ্চিমবাংলা আজ উঠুক জেগে
জানাক সব্বাইকে তীব্র প্রতিবাদের অক্ষর।
অত্যাচারিত ধর্ষিত বাংলা আজ পায়না ভয় কারণ
রয়েছে তার বুকে শত সন্তানের রক্তের দাগ,
সমস্ত কবির ভাষা একত্রিত করে বলছি তোকে
বাংলা আজ তুই এই অবচেতন থেকে জাগ।
তোর মাটির রং আজ হয়েছে রক্তে রাঙা
পড়ে আছে কত রক্ত মাখানো শাবল্, দা
এগুলো তুলে ফেলে দে  সাগরের নোনা জলে
অপরাধীর কান্নায় রক্তের দাগ ধুয়ে দিয়ে যা।
তোর মনে নেই কি কোনো ব্যাথা , যন্ত্রনা?
শুনতে কি পাচ্ছিস কোনো মায়ের বুকফাটা কান্না?
নোংরা, মিথ্যা এই রাজনীতিকে ল্যাং মেরে
দেখিয়ে দে,প্রতিবাদ,প্রতিশোধ নিতে পারিস কিনা!
দেখবি তোর গায়ে লেগে থাকা ছোপ যাবে মুছে
পেয়ে যাবি সঠিক পরিবর্তনের শাসন
আমার বাংলায় আসুক সঠিক রাজনৈতিক দল
সমস্ত অত্যাচার, নিপীড়ন তারা করে দেবে নিরসন।


১৮/০৪/২০২২


কবিতাটি নন্দীগ্রাম নিয়ে লেখা ছিল গতবছর, কিন্তু এই বার্তা হোক, সমগ্র বাংলার মানুষের জন্য........ তাই নিজের কবিতার ভাষা আজ নিজেই পরিবর্তন করলাম।
                     -------