অনুকবিতা - অনুভব


১)            কীভাবে


আমার অভিমানী ভাঙাচোরা শব্দগুলো
বারবার হৃদয়ের ক্যানভাসে টানছে রংতুলি,
কল্পনার রং তুলি যদি হঠাৎ অলস হয়ে যায়
তাহলে কীভাবে মুক্ত হবে আমার স্বপ্ন ঝুলি?
চারিদিকে দেখা যাচ্ছে আমার শূন্য নীলাকাশ
ঢুকছে হাওয়া উত্তরের বন্ধ জানালা ভেঙে,
দক্ষিণের দরজাটা তাই রাখলাম একটু খোলা
তবুও একাকিত্ব মন কীভাবে সাজবে ঐ রঙে?
খোলা বাতাস ছুটছে পিয়নের মতো চিঠি নিয়ে
আমার প্রেম হয়েছে আজ উন্মুক্ত মনের সারথি
প্রভাতের মুক্ত আলো করছে আনন্দে খেলা,
অসম্পূর্ণ স্বপ্নগুলো কীভাবে হয় রাতের সাথী?


২)           ক্লান্ত প্রহর


দিনের মঞ্চে পড়ে যায় শেষ পর্দা,
শঙ্খের ধ্বনিতে ঢাকা পড়ে নিরাবতা,
মসজিদে শোনা যায় সন্ধ্যার আজান,
পাখিরা ফিরে যায় তাদের ঘরে।
ধূলো মাখা ছেলেগুলোর দুষ্টামি
সূচনা করে একটা দিনের প্রস্থান
আমার নিকোটিনের ধোঁয়ার স্ফুলিঙ্গে
নেমে আসে আঁধার, ক্লান্ত প্রহরে।