অনুকবিতা - অনুভব


১)       রাতের নিস্তব্ধতা


নিশ্চুপ রাতে চুপিচুপি কথপোকথন,
খোলা জানালা দিয়ে ঘরে ঢোকে
একমুঠো গভীর অন্ধকার।
দরজার পর্দায় বাতাসের করাঘাত
সো সো করে শব্দ করে স্মৃতির শহরে।
রাতের আঁধারে হারিয়ে যায় ঘড়ির কাঁটা,
অবচেতন চারপাশকে হালকা সুরে ডাকে
আমার একলা রাতের নিস্তব্ধতায়।


২)      একলা দুপুর


ঘড়ির কাঁটা যেন অলসতাকে ভালোবেসে
হঠাৎ থমকে যাওয়া চারপাশ
নিরাবতাকে আকড়ে ধরে বাঁচতে চায়।
শূন্য মনে স্মৃতিরা এসে ভীড় করে
একলা আমি ফিরে যায় অতীতে।
নৈঃশব্দে শুনতে পায় ফিসফিস আওয়াজ
বাতাস যখন বেগ হারিয়ে ফেলে,
অসরতা জড়ো হয় আমার মন ভোলানো দুপুরে।