অনুকবিতা


১)           মৃত্যু মিছিলে


জনস্রোতের মতো ভেসে আসছে
প্রচুর মানুষের বুক ফাঁটা কান্না,
রজনীগন্ধার সাথে মিশে যাচ্ছে
ধূপের বিকট কিন্তু সুগন্ধির ধোঁয়া।
শেষবারের মতো ঝরে গিয়েছে পাতা,
নিভে গিয়েছে একটা আশার প্রদীপ।
শেষ শোভাযাত্রা হচ্ছে আমাকে ঘিরে
আমিও সামিল হয়েছি আমার এই মৃত্যু মিছিলে।



২)           ভালোই আছি


আজও গড়া হয়নি সেই ইমারত,
তোমার স্বপ্নে তৈরি সুখের প্রাসাদ,
নদীর ধারে বা পার্কের বেঞ্চে বসে
সেই আমাদের ভবিষ্যতের মালাগাঁথা।
একটা মরিচীকাকে ভালোবেসেছিলাম
তাই হাতের স্পর্শ পায়নি সুখের রাজ্য।
অভিনয় একই থাকলেও অভিনেতা আজ অন্য,
কিন্তু তবুও বলবো, "আমি এখনো ভালোই আছি।"