মেঘহীন মুক্ত আকাশে
সারাদিনের ক্লান্ত ও পড়ন্ত সূর্য
ধীরে ধীরে মলিন হচ্ছে অনন্তে।
পাড়ার একদল দুষ্টু ছেলের মতো
মুক্ত মাঠে মুক্তির স্বাদ নিয়ে
ছুটছে বাতাস। আর
তোমার হাতে লাটাই দিয়ে
অনেক দূরে আমি,
তোমার প্রথম প্রেম
তোমার একান্ত রঙিন ঘুড়ি।
কিন্তু তুমি কি খেয়াল করেছো
ঈশান কোণেতে জমেছে
একটুকরো কৃষ্ণাঙ্গ মেঘ আর
চারিদিক থেকে আসছে
উতাল পাতাল হাওয়া।
হয়ত এখনই উঠবে
কাল বৈশাখীর প্রবল ঝড়।
সে কি ছিন্ন  করে দেবে
তোমার আমার ভালোবাসার বন্ধনকে?
কিন্তু...
তুমি কি আমাকে পারবে না নিয়ে যেতে
তোমার সমস্ত জীবনি শক্তি দিয়ে
শুধু তোমার কাছে?
তা না হলে
তোমার রঙিন ঘুড়িকে দিতে হবে
ভিন দেশ পাড়ি
তোমার বাঁধন ছিঁড়ে।