রূপালী হাওয়ার সাথে মিশে যাচ্ছে অনুভূতি
ছেলেবেলায় মাকে দেওয়া আমার সেই প্রতিশ্রুতি।
বড়ো হব,মানুষের মতো মানুষ হব,হবে স্বপ্নপূরণ
মা আজ নেই,আছে আমার ছেলেবেলার সূর্যকিরণ।
ছোটবেলার দুষ্টামি,মায়ের আঁচল ধরে পিছু হাঁটা
এখনও আমি হাঁটি, আছে একাকিত্বের পিছু্ ছোটা।
দিদির সাথে মারামারি, খুনসুটি চলত দিন রাত,
দিদি আজ পরের বাড়ি, সেগুলোও হয়েছে বাদ।
মাটির রং আজ বদলেছে, মাখি না আর ধূলো,
গ্রাম ছেড়ে শহরে আজ,স্মৃতি বলে 'ফিরে চলো'।
ছেলেবেলার বন্ধুত্ব শুনেছি নাকি,থাকে চার কুড়ি
কিন্তু তারা খেলছে দেখ, আমার সাথে লুকোচুরি।
কেউ আর রাখে না এখন আমার কাঁধে হাত
অপেক্ষাদের মিথ্যা বলে কাটিয়ে দেই নিরব রাত।
ভালো থাকতে চাই, স্মৃতির ভালোবাসায় দোলায়
সময় আবার ফিরে আসুক, আমার ছেলেবেলায়।