এক সমুদ্র ভালোবাসা নিয়ে
তোমার সামনে যদি কোনোদিন দাঁড়ায়,
তুমি ভালোবাসবে তো আমায়?
আমি কিন্তু উত্তরের অপেক্ষা করব না সেদিন,
তুমিও পরোয়া করবে না আমার ভালোবাসার।
তবুও সেদিন দেখো ...
আমার ভালোবাসার পরিমাণ বাড়তেই থাকবে
কমবে না কোনোমতেই, তারপর ....
তারপর তোমার অভিমান আমায় অল্প অল্প করে
ভালোবাসতে শেখাবে।
এক নিঃস্বার্থময় ভালোবাসা।
কেমন করে জানি না আমি আপ্লুত হব।
আরও আরও ভালোবাসবো তোমায়,
এতটাই ভালোবাসবো তোমায়, যেন আর
মুক্তির প্রশ্নটা উত্তর জানতে না চাই।
তারপর ....... জানো তারপর কি হবে?
তোমার অভিমান পাহাড়সম হবে আর
আমি হারিয়ে ফেলব সেই পাহাড় ভাঙার সাধ্য।
আমি যুক্তিহীন ভাবে শুধু মুক্তির লড়াই করবো আর
তুমি আবার ভালোবাসা শেখাবে অন্য কারোর।
এক নিঃস্বার্থ ভালো না থাকার ভালোবাসা।