শুনেছি, তুমি কবিতা শুনতে ভালোবাসো ....
হাতের উপর হাত রাখা সেই প্রেম বিলাসী কবিতা
কিংবা যৌবনের সাথে লাবণ্য মেশানো সেই ভোগ বিলাসী কবিতা
কিংবা ধরো, গভীর রাতে অত্যন্ত গোপনে নিজ অজান্তেই
গড়িয়ে যাওয়া চোখের জলের দুঃখ বিলাসী কবিতা
শুনেছি, তুমি কবিতা পড়তে ভালোবাসো......
সেই অনাথ শিশুর ভিক্ষাবৃত্তির জীবনের বিভীষিকাময় কবিতা
কিংবা ধরো, জীবনের গল্পে জীবন্ত লাশ কোনো মায়ের কবিতা
কিংবা ধরতেই পারো, গৃহ ছাড়া কোনো গুরুজনের নিশ্চুপ নিশ্ছিদ্র জীবনের কবিতা.....


শুনেছি, তুমি নাকি কবিতা লিখতে পারো না ....
একটা ধর্ষিতা মেয়ে চৌরাস্তায় চিৎকার করে শাস্তির দাবি করছে
বা লিখতে পারো না, যে মেয়ে রাত করে একা বাড়ি ফিরতে পারে না, অসম্মানের ভয়ে
তুমি লিখতে একদমই পারো না, যে ছেলেটা উচ্চ শিক্ষিত হয়েও মুখচোরা হয়েছে, বেকারত্বের কারণে ...
হয়ত তুমি লিখতে ঠিকই পারবে কিন্তু লিখবে না।
কারণ, তুমি শোনা আর পড়ার জন্যই তো জন্মেছো।
তোমাদের কলমের অগ্রভাগ আজ ভোঁতা হয়ে গিয়েছে।
ক'দিন পরে দেখবে কলমের কালিও শুকিয়ে গিয়েছে।
সেদিন তোমার সাথে যদি কোনো অন্যায় হয় দেখবে তুমি নিজেই অচল হয়ে গিয়েছো।
হারিয়ে ফেলেছে, প্রতিবাদের ভাষা ..........
হারিয়ে ফেলবে, অক্ষরের অভাবে শব্দ.....


Copyright reserve for @subhajit biswas