লাল পাহাড়ি দেশে রাঙা মাটিতে আলপনা আঁকলাম
এক মুঠো রোদে শুকিয়ে যাওয়া কালো গোলাপের পাপড়ি
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আরও কালো হচ্ছে সেটা
রক্তে রাঙা লাল পাহাড় বুকে জমালো ছোট্ট ছোট্ট নুড়ি।
একটা ছোট্ট নুড়ি হাতে তুলে ছুড়ে দিলাম নদীর কোলে
তরঙ্গগুলো ধীরে ধীরে ছড়িয়ে গেল এককেন্দ্রিক বৃত্তাকারে,
তারপর একটা সময় তারা নদীর তীরে এসে মিলিয়ে গেল
আর ফেলে গেল তলিয়ে যাওয়া নুড়িটারে গভীর অন্ধকারে।
নুড়িটা নতুন জীবনের আনন্দ উপভোগ করতে পারে নি
বরং শুনতে চেয়েছিল একটা কষ্ট নিয়ে বেঁচে থাকার গল্প,
ভূমির স্পর্শে গিলে খেল নদীর তলদেশের ঘোলাটে পলিমাটি
কিন্তু তবুও সে তার লাল পাহাড়ের কথা মনে রেখেছিল অল্প।