একজন জিততে চায় আর
অন্যজন হারতে চায় না........
এই একটা ধারণাতেই সব শেষ হচ্ছে
কংক্রিটের শহর আজ হচ্ছে ধূলিসাৎ
বজ্রবিদ্যুতের থেকেও জোরালো আওয়াজ
রক্ত মাংসকে আলাদা করে দিচ্ছে
যে রক্ত মাংস দিয়েই সৃষ্টি একটা মানুষ, একটা মনুষ্যত্ব।
ভূমিকম্পের থেকেও জোরালো কম্পনে
দুলে যাচ্ছে সমগ্র বিশ্ববাসী .....
এটা অস্ত্রের সাথে অস্ত্রের লড়াই নাকি
মানুষের সাথে মানুষের লড়াই ....
বুঝি না আমি, শুধু এটুকু বুঝি
একটা শিশু জানালার ধারে দাঁড়িয়ে শুনছে
একটা জোরালো শব্দ, দেখছে একটা বিস্ফোরণ
আর কয়েকজন মানুষের মৃত্যু যন্ত্রনার গোঙানি......
দেখছে রক্তের দাগ আজ কালো হয়ে গেছে
আর বোঝার চেষ্টা করছে মনুষ্যত্বের রং কেমন !
শিশু'টির মা দরজার ধারে দাঁড়িয়ে আছে
হয়ত কারোর জন্যে অপেক্ষায় .......
কিন্তু অপেক্ষা কত সময়ের তার জানা নেই।।