শহর থেকে কিছুটা দূরে নিয়মিত সুরেলা ভোরে
ঘুম ভাঙানো মোরগেরা ডেকে ওঠে চিলেকোঠায়,
ক্লান্ত ঘুমের দেশের স্বপ্নেরা অদৃশ্য হতে চাই আর
রাত জাগা অন্ধকার গুলো ফুটে ওঠে অল্প আলোয়।
শহরের ব্যস্ততার কাছে চিরপরাজিত আমার এলাকা
সে শুধু ভালোবাসে নীরবতা কাটানো অল্প কোলাহল,
এখানকার পাখিরা আর আগের মতো ভীড় করে না
একাকিত্ব কাটিয়ে উঠলে আনন্দই হয় আমাদের সম্বল।
এখানে সুন্দর সন্ধ্যারা বাতাসের গাঁ বেয়ে নেমে আসে
সন্ধ্যার শঙ্খধ্বনি ও আজানের সুর হয়ে যাই একাকার,
সন্ধ্যাবেলায় পাখিগুলো হয়ত তাদের বাসায় ফেরে না
তবুও অভাবে, অনটনে একটু ভালোবাসাটা খুব দরকার।
সোনালী রোদেরা এখান যতই আবছায়া হোক না কেন
তবুও তো কথায় বলে, গোবরের মধ্যে ফোটে শতদল,
এখানে সবাই মনে প্রাণে বিশ্বাস করে একটা চেনা ডাক
বিপদে পাশে থাকার নামই শহর নয়, আমার মফস্বল।