গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা,
          দেখ হয়েছে সে ভয়ানক লজ্জিত
সব দূষণ ছাপিয়ে এখন সে
          মৃতদেহ বহনকারী হয়েছে আপাতত।
গঙ্গা নাকি সৃষ্টি হয়েছে
          শিবের ঐ জটিল জটা থেকে
শ্মশান বাসী শিব কি চিন্তিত খুব
          তাকে তার নিজের জটায় রেখে?
আগে ছিল সে পবিত্র গঙ্গা,
          তারপর তো হয়েছিল ভীষণ দূষণ
ওপারের যোগী রাজ্যে চলে নাকি
          ন্যায়ের পক্ষে খুব কঠিন শাসন!
ন্যায় যেখানে ধর্মে মোড়া
          মৃত দেহ ভাসে মা গঙ্গার জলে,
বর্তমান সভ্যতার আগমনেই তো
          গঙ্গা ভরে পচা ফুল, ফল, মূত্র, মলে।
কিন্তু আজও সবাই তাকে 'মা' বলে
          সবাই ভক্তিভরেই তাকে পুজো করে,
চলো, আজ আমরা শপথ নিই
          গঙ্গাকে পবিত্র করব দূষণমুক্ত করে।


১৯/০৫/২০২১