দিন থেকে রাত,প্রতিটি মাসের পর মাস,
অন্তিম প্রহরটাও ছাড়ে নতুনের আগমনে,
তারপর নববর্ষ আসা বাঙালির জীবনে মানেই,
পুরাতন বর্ষ হল শেষ, চৈত্রের অবসানে।
সেই পুরাতন প্রচলিত সংস্কৃতিধারা মেনে
এলো আজ নতুন বছরের নতুন দিন,
কিছু অতীতকে ভুলে থাকতে চাই বলেই
আজকেই নেব শপথ,এটিকেও করবো রঙিন।
বিশাল ঐ তিমির রাত্রিকে করেছি ভেদ
পূর্বদিগন্তে আজ উদিত হল জ্যোতির্ময় সূর্য,
তারই উজ্জ্বল আলোয় প্রকৃতি আজ খেলছে রং
প্রাচুর্যের সাথে ঐতিহ্য মিশে দেখাচ্ছে সে সৌন্দর্য।
প্রকৃতির নিসর্গ মঞ্চে বাজলো নতুনত্বের গান
মেঘের বুক চিরে বেরিয়ে এলো সূর্যের জ্যোতি,
প্রতিটি পত্রে পত্রে লেগেছে দেখো পুলক শিহরণ
পাখির কন্ঠে বেজে উঠলো নব জীবনের গীতি।
এসো আজ আমরা সবাই সম্মিলিত হই।
সব স্বার্থপরতা,ক্ষুদ্রতার নির্মোক ভাঙতেই হবে।
এ হৃদয় যাবে কোনো আনন্দঘন অসীমের রাজ্যে
যেখানে সমস্ত দুঃখের অংশিদারিত্ব হারিয়ে যাবে।
নবোদিত সূর্যের আলোর শুচিস্নাত ঝরনা ধারায়
বিলিয়ে দাও সবার মাঝে প্রেমময় আনন্দ-স্পর্শ
ক্ষুদ্র, আত্মসর্বস্ব, জীর্ণ জীবন থেকে পাও মুক্তি
বছরের পর বছর থেকে যাক ভাস্কর্যময় নববর্ষ।
সবার কাছে সবার আগে পাঠাই নতুন দিনের বার্তা
অভিনন্দন আর শঙ্খধ্বনিতে হোক নতুনের বন্দনা,
আকাশ, বাতাস সেজেছে আজ অপরূপ সাজে
রইল তোমার জন্য নববর্ষের অনেক শুভ কামনা।