যখন তুমি আমাকে হালকা স্পর্শ করো
তখন আমি আমাদের আকর্ষণ বল খুঁজি।
তুমি যখন আমাকে 'ফিরে আসতে' বলো
তখন আমি নিউটনের তৃতীয় গতিসূত্র বুঝি।
যখন তুমি আমার পাশে হাটতে থাকো
তখন আমি তোমার ভরকেন্দ্র খুঁজি।
যখন তুমি দোলক ঘড়িতে সময় দেখো
আমিও তখন সরল দোলগতি'র প্রভাব বুঝি।
যখন তুমি আমার সাথে নাগরদোলায় চড়ো
তখন আমি অপকেন্দ্র'কে 'অলীক বল' বলার কারণ খুঁজি।
যখন তুমি অধৈর্য হয়ে আমাকে খুব জোরে বকাবকি করো
তখনও তোমার শব্দের ডেসিবেল থাকে অনেকটাই বেশি।
যখন তুমি ঘন্টাখানেক আমার সাথে ফোনে কথা বলো
তখন আমি আয়নোস্ফিয়ার এর কার্যক্ষমতা হিসাব করি।
তারপর যখন তুমি তোমার ফোন চার্জ দাও,
তখন আমি ইলেকট্রনের স্রোত কল্পনা করি।
তুমি যখন পড়ন্ত বিকেলে বৃষ্টি ভেজা আকাশে রংধনু দেখো,
তখন আমিও আকাশে তাকিয়ে দেখি আলোর বিচ্ছুরণ।
তুমি যখন এক দৃষ্টিতে আমার দিকে দেখো,
তখন আমি রেটিনার মাঝে প্রতিবিম্ব'কে করি অঙ্কন।
যখন তুমি কালো পোষাকে আমার মন দখল করো
তখন আমি কৃষ্ণবস্তুর বিকিরণ, শোষণ এসব ভাবি।
এই জীবনে হয়ত তুমি এসেছিলে কিছু ভালোবাসা দিতে
আর পাগল আমি পদার্থবিজ্ঞান ভেবেছিলাম সবই।
হয়ত তোমার চোখে আমি এক পাগল,
উদ্মাদ করেছে আমায়, এই নিষিদ্ধ ছায়াময় রাত্রি
বিশ্বাস করো, তুমি খাঁটি প্রেমিক না হয় প্রেমিকা
আর আমি পদার্থবিজ্ঞানের বেকার ছাত্র না হয় ছাত্রী।


১৫/০৩/২০২২