পরিবার মানে এক বিরাট অনুভূতি
সারা বাড়ি জুড়ে সারাক্ষণ শুধু শোরগোল,
বিস্তৃত উঠোন জুড়ে শুধুই শাসন আর শাসন
সর্বদা অভিনীত হয় সুকুমারের আবোল তাবোল।


পরিবার মানে একটা সুন্দর কাশফুলের সৌন্দর্য
শরতের আকাশে জড়ো হওয়া খুশির মেঘ,
পাখির ডাকের মতো সারাবাড়ি জুড়ে গল্পের আসর
কখনও সুখ, কখনও দুঃখ, কখনও থাকে আবেগ।


পরিবার মানে এক প্রবল সংঘবদ্ধ সহানুভূতি
এক ঝাঁক ভাবাবেগ জড়ো হয় সারা ঘরময়,
সময় পেলে স্মৃতিরা মেলে ধরে তার এলোকেশি
নিঃস্তব্ধতা জড়ো হয় আমার চিলেকোঠার দরজায়।


পরিবার মানে এক গোধূলি মাখানো নিঃশব্দ সন্ধ্যা
শঙ্খের ধ্বনির সাথে মিশে যাওয়া সুদীর্ঘ আজান,
ঐকতানের স্বরধ্বনি সব সময়  শোনা যায়
মেঘলা দিনেও সবাই সব্বাইকে দেয় শ্রদ্ধা, সম্মান।