ভারতবর্ষের মানচিত্রে আমি ঐক্যবদ্ধতা খুঁজে পাই
খুঁজে পাই কয়েক ফোঁটা গড়িয়ে যাওয়া চোখের জল,
আছে কয়েকটি উঁচু উঁচু মনগড়া বিরাট ব্যথার পাহাড়
ভিড় করে মাঝে মাঝে নীরবে বলা কিছু কথার দল।
আমার মানচিত্রে দেখা যাই কিছু গভীরতম গিরিখাত
যারা শুধু বারবার নিমজ্জিত হতে চাই সমুদ্র অতলে,
দেখা যাই এক রঙিন বৈচিত্র্যময় বিচিত্র ভালোবাসা
যে ভালোবাসা শুধু শব্দময়'কে নিশ্চুপ থাকতে বলে।
আমার মানচিত্রে শুনেছি অনেক চলন্ত হিমবাহ আছে
যারা অপ্রয়োজনীয় ভাবে শুধু গলে যেতে চাই বারংবার,
আমার ভারতবর্ষ,ছেঁড়া মানচিত্র ফেলে রাখে নোংরায়
আর জাতীয়তাবাদ রাস্তায় ফেলে দেখ করছে আবদার।
আমার ভারতবর্ষ বহুচর্চিত হয়েও ঐক্যের সুর দেই
তবুও চলার পথে থেকে যাই কিছু স্বার্থপর নিন্দুক,
রাত্রি নামলে আমার মানচিত্র হঠাৎ উধাও হয়ে গেলেও
অনন্ত ভালোবাসার সাক্ষী থাকে একটা প্রেমময় সিন্দুক।