আমার শাসকের চোখের কোণায় নোংরা জমেছে
আমার দেবী দূর্গাকে, কিছু রাস্তার কুকুর ছিঁড়ে খাচ্ছে....
কারণ, আমার শাসকের আজ, চোখ থাকতেও দৃষ্টিহীন, অন্ধ ....
আমার শাসক ভারী চালাক, বুদ্ধি দিয়েছে বেঁচে কম দরে
অল্প প্রয়োজনেও শোষণ লুকায়, শোষিত'কে বদনাম করে
কারণ, আমার শাসক বনবিটা খায়, আমারই মায়ের আড়ালে....
আমার শাসক আসন পেতে খেতেও রাজি অল্প চিবানো হাড়
কিনতে চায় মা, বাবা সহ সমাজতন্ত্রকে, পেতেই হবে চেয়ার,
কারণ, আমার শাসক সত্যি চালাক, না হয় রাঁচির পাগলদের সঙ্গী..
আমার শাসকের এখন রাতে ঘুম হয় না, রোজা - পূজার ফাঁকে
হঠাৎই, একটা মেয়ে একলা রাতে হারিয়ে যায় পথের বাঁকে,
কারণ, আমার শাসক নিঃসন্তান, মায়ের অনুভূতি বোঝে না সে....
আমার শাসক মহাজনদের রেখেছে পাড়ায়, হাটে কিংবা বাজারে
মিটিয়ে নেবে তারা পূর্ণ রেফ চল্লিশ হাজার, অর্ধ রেফ কুড়ি হাজারে
কারণ, আমার শাসকের চরিত্র নেই যেখানে একটা কালো দাগ থাকবে....
আমার শাসক শাসন চায়, গত দশ বছরে হারিয়ে গেল পরীক্ষা টেট
বেকারত্বের লেখচিত্র উর্দ্ধমুখী হল আর মেয়ের বাবা করলো না লেট,
কারণ আমার শাসক দেব নয় দেবী নয় একটি সভ্যতার ধ্বংসানুরূপ ......
তারপর একদিন.....
আমার শাসকের হরিনাম ,পাঁচ ওয়াক্ত নামাজে সব পাপ হবে মাপ
শাসকের মহাজন এবং চালা'চামুন্ডাদের তখন বাড়বে বড্ড চাপ,
বেকাররা চাকরি পাবে, শিল্পপতি বাড়বে না, কেউ খাবে না ঢপের চপ .....