ভালো লাগছে না
এইভাবে চার দেওয়ালে বন্দি হয়ে থাকতে,
ভালো লাগছে না
অশ্রু শুকিয়ে যাওয়া মেয়ের চিবুক দেখতে
ভালো লাগছে না
অশ্লীলতা, নির্যাতন ও অত্যাচার সহ্য করতে
ভালো লাগছে না
আমার মতো মেয়েদের জীবনের সীমাবদ্ধতা দেখতে


জানি না কেন পড়ব কপালে টিপ,
জানি না কেন বাঁধবো মাথায় ঝুঁটি,
জানি না কেন পড়তে হবে কাজল,
জানি না কেন খেলতে হবে রান্নাবাটি,
জানি না কেন সাজতে হবে মেয়েদের মতো
যারা ঘরকুনো হয়ে রয়েছে ঘরের কোণায়।


এসবের জন্য আমাকে জোর করা হয়.....
কারণ আমি শুধুমাত্র একজন মেয়ে বলে,
আমাকে নাকি থাকতেই হবে চার দেওয়ালে বন্দি
জানি না মেয়েদের জীবনে কেন এই অভিসন্ধি।


এই পরিস্থিতির সামনে......নিলাম কঠিন শপথ
আমার...মেয়ে হয়ে জন্মানোটা যদি না হয় পাপ
তবে আজ এখনই খুলে ফেলবো কপালের টিপ,
আর বাঁধবো না সুন্দর করে মাথায় ঝুঁটি,
কখনও আর পড়বো না চোখে মায়াবি কাজল,
কোনোদিনই খেলবো না ছেলেমানুষি রান্নাবাটি,
সাজ পোষাক হবে তাদের মতো যারা
সাহসিকতার সাথে সবসময় করেছে আপোষ।


একজন মানবতার শ্রেষ্ঠ পূজারানি হয়ে
বরং কোমরে বাঁধলাম গামছা,
মাথায় বাঁধলাম পাকড়ি,
কুসংস্কার দূর করতে
দেশমাতৃকার চোখের জল মুছতে
উন্নতির শিখরে একধাপ এগিয়ে যেতে
পা বাড়ালাম পুরুষতান্ত্রিক সমাজের সাথে।


আমার মতো প্রত্যেক মেয়েকে বলবো
খুলে দাও বন্ধ ঘরের জানালার কপাট,
আর একবার চেয়ে দেখো বাইরের নীলাকাশ
ভেঙে চুরমার করে দাও অন্যায়ের দাপট।