তোমরা বলেছো বলেই
আমি নিজেকে ভেঙেছি, টুকরো টুকরো করেছি।
যতটা টুকরো করলে একদিন
তোমাদের মুখের হাসিটা জিতে নেওয়া যাই।
জিতে নেওয়া যায় হাজারো মিথ্যা অনুভূতি,
হাজারো মিথ্যা প্রশংসা, দেখা যায় মিথ্যা স্বপ্ন।
আর এসব না জেনেই
শুধুমাত্র তোমরা বলেছো বলেই
আমি নিজেকে ভেঙেছি, টুকরো টুকরো করেছি।
যতটা টুকরো করলে একদিন
মিহিন ধুলোর মতো, নিজেকে অস্তিত্বহীন করা যাই।


তোমরা বলেছো বলেই
আমি উড়তে শিখেছি
জেনেছি আমিও অনেক উঁচুতে উঠতে পারি।
যতটা উঁচুতে উঠলে ঝড়কে জেতা যাই।
জেতা যায় অনেক মিথ্যা অবেগ, অস্বস্তিকর ভালোবাসা
জিতে নেওয়া যায় তোমাদের বলা ভুল সংগ্রামের পথ।
আর এসব না জেনেই
শুধুমাত্র তোমরা বলেছো বলেই
আমি উড়তে শিখেছি
জেনেছি আমিও অনেক উঁচুতে উঠতে পারি।
যতটা উঁচুতে উঠলে অজস্র ছায়াপথের মতোই
তোমাদের চোখে আমি অস্তিত্বহীন হয়ে যাই।


তোমরা কিন্তু নীচেই আছো
যতটা নীচে থাকলে স্বাধীনভাবে বাঁচা যাই।
অতিক্রম করোনি নিজেদের অস্তিত্বের শেষ সীমা ...
তোমাদের মিথ্যা ভাবনার শহরে থেকে
শুধুমাত্র তোমারা বলেছো বলেই
আমি বৃথা নিজেকে নিজেই অস্তিত্বহীন করেছি।