রং তুলির আঁচড়ে কখনও অন্ধকারাচ্ছন্ন ইতিহাস জানা যায় !
কখনও প্রতিবাদের কঠিন উচ্চারণ হতে, লাগে না তো ভয় !


নীললোহিত পদ্ম হোক কিংবা সেই পদ্মের কাঁটা
ভালোবাসায় ভরসা হোক, কিংবা বিপ্লবের বিস্ফোরণ
হাজারো ব্যর্থতার গল্পে যতই পরাস্ত হোক না কেন সে
কথা দিয়েছিল মাকে,তার লড়াই জারি থাকবে আমরণ।


রক্তের মতো লাল রং শরীরে মেখে সে অস্ত্র ধরতে শেখে
সাদা পাতায় হাত পা ছুঁড়ে এঁকে ফেলে বিপ্লবের শুভারম্ভ,
কখনও ফুটে ওঠে দুটো মেয়ের হাত বা কখনও পথ শিশু
বা কখনও একটা মানুষের দুটি লাল চোখে সাহসীকতার দম্ভ।


আবার কখনও ইচ্ছে হলে পথ ভুলে সে হারিয়ে যেতে চাই
কোনো মেঘবালিকার কাছে, এক পশলা বৃষ্টি আঁকবে বলে,
বা শান্ত নীরব দুপুরের কাছে চুপি চুপি চুপকথার গল্প শোনে
কেন সেই তার মেঘবালিকা বারবার না বলে যায় চলে।


উস্কো খুস্কো চুলের সেই ছেলেটি একটা মুক্ত মনের আর্টিস্ট
তাকে সবাই শিল্পী বলে ডাকে তবুও সে চায় না, শিল্পী হতে
সে বারবার হারিয়ে যেতে চায় সেই দুপুরের কাছে, গাছের কাছে
রাতের কাছে, পাখির খোঁজে বা কখনও বিপ্লবের রক্তমাখা পথে।