ইচ্ছে হলেই যাব ফিরে, শান্ত এক নদীর তীরে
হাতের উপর হাত রেখে প্রেম নিবেদন করব
তোমাকে নিয়ে যাব এক মেঘ মালার রাজ্যে
বৃষ্টিতে ভিজবে তুমি ,
আমি কিন্তু দূরে গাছ তলায় থাকব।
প্রতিটি বৃষ্টির ফোঁটা তোমাকে স্পর্শ করবে
তুমি মেলে দেবে , দুটি হাত, এক ভালোবাসার পরিমাণ
অগোছালো, ভিজে চুল তোমাকে জড়িয়ে ধরবে
তোমার শরীর জুড়ে থাকবে এক আনন্দঘন মুহূর্ত
জাপটে ধরে বৃষ্টির ফোঁটা তোমাকে অনুভুতি শেখাবে।
আমি দূ্র থেকে শুধু দেখব তোমায়
তোমার লেপটে যাওয়া কাজল কালো চোখ
আরও সুন্দর থেকে সুন্দরতম লাগবে তোমায়।


তারপর হঠাৎ স্বপ্ন ভঙ্গ‌ হবে,
শুনতে পাবে হঠাৎ, একটা মেঘের গর্জন...
না, এখনও বৃষ্টি শুরু হয়নি বাইরে
এক পশলা বৃষ্টি হতে ঠিক কতটুকু মেঘের প্রয়োজন !