তুই যখন হাতটা ধরিস,
এক মুহূর্তে কোথায় যেন ধুলোমাখা মাঠের -
ওই প্রান্তে ওঠা ধূসর সূর্যটা লাল আভা ছড়িয়ে
এলিয়ে 'পড়ে নীলের কোলে।
তুই যখন আলতো হাসির রেখা ফুটিয়ে আমায় ডাকিস,
জানিস? কি হয় আমার বুকের ভিতরটায়?
সেখানে অলিন্দেরা ছন্দ খুঁজে পায়,
আর নিলয় তার স্বতস্ফূর্ত ভ্নগিমায় আলিঙ্গন করে সিক্ত ধমনীকে।
উষ্ণতার চাদর মুরিয়ে ফেলে আস্ত হৃদয়টাকে।।


তোর না চাওয়া ইচ্ছে গুলো যেন ঘুড়ি হয়ে মেলে ওঠে চোখের এক কোণে,
তৃষিত বেলাভূমি যেন প্রাণ ফিরে পায়-
কোনো শান্ত মরুছায়ায়!!


সে অব্যাক্ত , সে অনুভূত,
সে উচ্ছল, সে প্রানবন্ত।
সে তোর ভিতরের লুকিয়ে থাকা এক বিন্দু স্নিগ্ধ ভালোবাসার স্পর্শ;
অথবা,
আবেগঘন কণ্ঠে বলে ওঠা কোনো ঘুমন্ত 'ফিনিক্স'।।




- তিথিকে দিলাম