ধরো যদি এই আকাশটা একদিন মিলিয়ে গেলো সুদূর অতীতে
চোখের সামনের জ্বলজ্বলে ধ্রুবতারা টি ক্ষনিকের জন্য চোখ বুজলো এক নিশ্বাসে,
ধরো যদি গা হিম করা শীতের রাতে তোমায় হঠাৎ জড়িয়ে ধরে কেউ,
নিস্তব্ধ প্রাণের মেলায় যদি কেউ মিহি সুরে বলে ওঠে,"কি গো আমায় খুঁজে পাও তোমায় দেওয়া ওই চিরকুটে?"
হয়ত সদ্য ঘুমভাঙা চোখে তোমার সামনে হাজির হয় সেই বহু প্রতীক্ষিত মানুষটি - যে এতদিন হারিয়ে গেছিলো কোনো মহাকাশের বুকে!
যার কবিতা তোমার চোখে জল এনেছিল!
যাকে খুঁজে পেতে নিজের সারা শরীর জুড়ে।
আশ্চর্য মাদকতায় মোড়া তার স্পর্শ এখনও যেমন তোমায় শিহরিত করে ?


ধরো যদি এই কালের সীমানাটা হটাৎ কোনো মায়াবী অছিলায় এক মুহূর্তের জন্য থমকে দাড়ায়!
এই  স্থান কালের সুতোয় গাঁথা পৃথিবীটা কি তোমায় ছুটি দেবে?
নাকি এক নিশ্বাসে মুহুর্মুহু গর্জে ওঠা ফুজি ভিসুভিয়াস তোমায় সদর্পে জানাবে "সুপ্রভাত"!
আমি নীললোহিত হয়ে একাকার হব তোমার বুকে !
লুটিয়ে দেবো আমার দুটি হাত ,
আর তোমার চোখের ওই নির্মেশ চাহনি আমায় জানিয়ে দেবে," ভালোবাসি,.....ভালোবাসি !"
আমি ক্লান্ত পথিকের মতো সেদিন তোমায় চেয়ে থাকবো ,
তোমার ব্যোমকেশ আজ ধরাধামে সৃজিত।।



-তিথিকে দিলাম।।