সারাটা রাত জেগেছি তোমার অপেক্ষায়,
তুমি আসোনি;
নির্মেষ পলকে চেয়ে ছিলামঃ বিশ্বাস কর,
এক বিন্দু মিথ্যে বলছি না।
আজও কি তেমনি আছে,
মিষ্টি চাহুনির ছোয়ামাখা সেই মনমাতানো নয়নযুগল!
আজ তোমায় খুব মিস করছি জান,
মিস করছি তোমার দুর্লভ স্নেহভরা কন্ঠস্বর।
তুমি কি আমায় তেমনি হারাও? -আজও;
দিবশ-শর্বরী কাটে মোর তব স্বপ্নসুষমায়।।


আজিকের এই দিবসে আরেকটু না হয় রইলে..
এটুকু জানি, "কেউ রাগ করবে না!"