শীতল হাওয়ায় ভরে ওঠে মন
মেঘের গুরু গম্ভীর ডাক
আনন্দে মেতে ওঠে মন
চড়ুইয়ের কিচিরমিচির ডাকে
কোকিলের মধুর ছন্দের তালে
মেঘলা আকাশে মন হল হতাশ
গুড়ি গুড়ি বৃষ্টির মিষ্টি ছোঁয়া
স্পর্শে শরীর হইল কম্পমান
ওই যে দূরে কাক গুলো সব
বৃষ্টির জলে গেছে যে ভিজে
একসাথে মিলে মিশে ডাকে কা কা
মেঘাচ্ছন্ন দিনে সূর্যিমামা দেয় হানা
নেই তার উপস্থিতি নেই তার সারা
সবুজ পাতা গুলো গেছে সব ভিজে
শান্ত পরিবেশ রূপকথার দেশে
সোঁ সোঁ বায়ু ধীরে ধীরে বয়
তাল গাছ বাঁশ গাছ মাথা দুলিয়ে রয়
কোমল শীতল বায়ু স্পর্শ করেছে মন
কোকিলের কুহু কুহু ডাক দিচ্ছে সারাক্ষণ
বসন্তের বায়ু প্রেমের গান গায়
প্রেমের মরসুমে বৃষ্টি সুখের ছোঁয়া দেয়