বসন্তের প্রভাত সকালে
পলাশ ফুলের গন্ধ বহে
হালকা শীতল বাতাসে
কোকিলের কুহু তান করে


কাঁচা হলুদ গায়ে মাখি
বাগদেবীর আরাধনা করি
পুরোহিতের বলা মন্ত্র পরি
সাদা হলুদ পাঞ্জাবী পরি


বন্ধুরা একসাথে একত্রিত হই
কেবল একসাথে করি হইচই
আমাদের আনন্দের সীমা কই
বাগদেবীর কাছে আমাদের বই