পূর্ব আকাশে সোনালী থালা
তাকাইতে চোখ ছানা বড়া
যেদিকে তাকাই অন্ধকার দেখি
নয়ন এবার অন্ধ হল বুঝি
সোনার আভায় ছেয়ে গেছে ভূবন
চড়ুইড়ের ডাকে মেতে উঠেছে মন
ভোরের বেলা শিশির ভেজা ঘাসে
সোনালি আলো ঝিকিমিকি করে
কুয়াশায় ঢাকা বন রইল না আর
সূর্যমুখী ফুল মেলেছে পাপড়ি তার
মৌমাছির দল ছুটেছে মধুর সন্ধানে
দিঘীর জলে মাছেরা টলমল করে