এমনটা বোধহয় স্বাভাবিক নয় ¦
মাঝদুপুরের নীল আকাশেও
ঝঞ্ঝা খুঁজে ফেরা...
ভিড় জমে যায় চেনা পথের মোড়ে ,
ছাতা হাতে ব্যস্ত পরিজন
কাঁধে হাত রাখে ...
নিরাপদ ছাউনির খোঁজ মিলে যায় ,
আগুন নিলামে তুলে মোম কিনি
আর,স্রোতে ভেসে যাই
সন্ধ্যেবেলা বিক্রিবাটা কমে যাবে !
তার আগে ভাঁড়ার ঘর তুলে
আলো জ্বালাতে হবে...