কাটখোট্টা শুকনোমুখো লোকটিকে
"রসকষহীন" অপবাদ দেয় নিন্দুকেl
ভালোবাসা খরচ করতে কিপটেমো !
হতভাগা জমায় নাকি সিন্দুকে ?!


প্রবল গ্রীষ্মে ফুটিফাটা মাঠখানা...
ফেললে চষে জল কি পাবে ?এক কণা ?
সেও তো পড়ে প্রাকবর্ষার মুখ চেয়ে...
ভিজলে সোনার ফসল দিতে নেই মানা l


লোকটা ভালবাসা খুঁজে ব্যর্থ হয়
লোকটার তো ব্যবসাবুদ্ধি পক্ক নয়...
গোঁয়ার আবার ছোট্টো থেকে এই জানে-
শর্ত মেনে হয়না হৃদয় বিনিময়...


শুষ্ক হৃদয় ঝগড়া বাধায় অকারণ...
ভিড়ের থেকে পিছিয়ে পড়ে একলা মন l
এক পশলা বৃষ্টি পেলে ঊষর মাঠ
বুকটা চিরে দিতেও পারে গুপ্তধন !