বামুনদীঘি ড্যামের ওপর সূর্য পাটে বসে
শিমুল পলাশ এক হয়ে যায়, ঝিঁঝিঁ ডাকে ঘাসে...
ইঁটভাটার ঈশানকোণটা আলো আঁধারি
হ্যাঁচকা টানে মালতীর খুলে যায় শাড়ি


মানিক হয়ত খেলতে গিয়ে ফেরেনি এখনো
শ্বাশুড়ী বুড়ির হাত ওঠে না জীবন্ত লাশ যেন...
তিনটে পেটের সামনে দিতে তিনটে ভাতের বাটি
তিন শরীরের খিদে মেটায় উদোম মালতী


কারখানার কাজটা গেছে স্বামীও গেছে ভেগে
ভাত জোটানোর ভাতার নেই গতর আছে জেগে
বেচার বস্তু বেচে বেঁচে থাকার বস্তু জোটে
টাকা হাতে মানিকের মা এগিয়ে চলে হাটে...