মাঝে মাঝে দুর্নিবার টানে
    নাগাল আর শিকড়ের মানে
           ভুলে ছুটে যাই ওর দিকে


ও আমার স্বপ্ন বারোমাসে
    না ছুঁলে আমার দীর্ঘশ্বাসে
        সর্বহারার কষ্ট হয় ফিকে


ওর প্রেমে স্বার্থপর আমার
      পিছুটান নেই কোথাও থামার
          পর না হয়েও ভুলে যাই ঘর


সাধ্য সাধের মিলিত নির্যাসে
      বলীয়ান হয়ে ওর সাথে সহবাসে
            আত্মহারা হয়ে উঠি দিনভর


ওর শরীরের সবুজ নীলের নেশায়
      মন বসে না পেট-ভরানোর পেশায়
            সাততাড়াতাড়ি গুটোই পাততাড়ি


ওকে নিয়ে আজব গজব কিসসা
        বামন হলেও হতে চাই হিসসা,
             বেদলিল সম্পত্তির অধিকারী


ওর অন্ধিসন্ধি শিরায় উপশিরায়
        জমে থাকা মরফিনের ক্রিয়ায়
                দৃষ্টিসুখে অবশ হই পথে


সমতলে বড় অসমতল জীবন...
       ওর বক্ররেখার কুহক আলিঙ্গন
               আমায় পাহাড় ডাকছে সিধে হতে...