আমি দেখি প্রকৃতি কথা বলে;
ফুল প্রজাপতির সঙ্গে
মৌমাছি গাছের সঙ্গে;
ঘাস মাটির সঙ্গে,
কত বৈচিত্র্যপূর্ণ সেই ভাষা।
আমার কর্ণকুহরে সেই _
শব্দ বেজে ওঠে,
ভাষা মানব জন্ম নেয়,
প্রকৃতির কোলে।
ঘাসের গন্ধ লেগে থাকে
ঐ আল্তো ঠোঁটের ফাঁকে।
শিশিরের জল ঝরে যায়
অশ্রু হয়ে।
মানব সভ্যতা তার অতীত ভুলে গেছে;
সভ্যতার যুগান্তরে।
প্রকৃতি পেয়েছে শক্তি কথা বলবার,
কলম বাক্ রুদ্ধ নেই আর;
সে ও কথা বলছে -
উচ্চস্বরে তীক্ষকণ্ঠে
সভ্যতার অগ্রগতির দিকে।।