মনু মিয়ার বয়সটা পা দিল আশিতে
সেই সাথে ধরল তারে জ্বালাময়ী কাশিতে।
রাতদিন একটানা চলে কাশি খুক্-খুক্
সংশয়ে মনু মিয়ার কাঁপে বুক ধুক্-ধুক্।
মনু মিয়া ভেবে মরে হল বুঝি যক্ষ্মা,
এর থেকে বুঝি আর নেই তার রক্ষা।
এলো কত নামীদামী বৈদ্য ও ডাক্তার
চিকিৎসা সেবাতে নেই কোন ফাঁক তার।
ঘরে এসে জড়ো হল রাশি রাশি পথ্য,
চিকিৎসক খুঁজে ফেরে নানা রোগের তথ্য।
ক্ষয় হল মনু মিয়ার কাড়ি কাড়ি অর্থ,
মেলে না যে রোগটার হদিস যথার্থ।
ওষুধে ও পথ্যেতে কিছুতে না কিছু হয়
ডাক্তার আর বৈদ্য মেনে নিল পরাজয়।
অবশেষে মনু মিয়া পাড়ি দিল পরপার
রোগ তার ছিল কঠিন— বয়সের ভার।