এখানে বার মাস আসে বার রূপ নিয়ে
মৌসুমী বায়ু হেথা দিয়ে যায় দোলা।
বৃষ্টির নিবিড় ছোঁয়া মাটির গর্ভে গিয়ে
মাঠভর এঁকে দেয় সবুজের মেলা।
জ্যৈষ্ঠের খরতাপে চৌচির হওয়া মাঠ;
আষাঢ় বাদল তারে দেয় কোমলতা।
শ্রাবণের ভরা নদী এঁকে-বেঁকে ছুটি—
পলি সঞ্চারিয়ে জমির বাড়ায় উর্বরতা।
এখানে অভাব আসে, আসে তবু সুখ
হাসি আর কান্না ভরা বুকগুলো জুড়ে,
অঘ্রাণের রাঙা মাঠ হেরি কৃষাণের বুক;
দীনতা ঠেলি হেসে উঠে নবান্ন সম্ভারে।
এখানে বর্ষভরি ষড়ঋতু বিচিত্র খেলে-
মাসগুলিরে শোভাময় ঋতুবতী করে।
প্রকৃতি পরম শোভা নিত্য যায় ঢেলে
এ আমার বাংলার কোলখানি জুড়ে।