একাত্তরে পাক-বাঙালির
শুরু হল যুদ্ধ,
পাক বাহিনী বাঙালিদের
করে বসে রুদ্ধ।

হত্যা করে পাক-বাহিনী
তিরিশ লক্ষ বাঙালি,
বুঝতে ওরা পারেনিতো
বাঙালি নয় কাঙালি।

একজোটে বীর বাঙালি
তুলে নিল হাতিয়ার,
হেরে গেল পাক সেনারা
জয় হল বাংলার।