মনুষ্য জনমে যারা চিরদিন—
মানুষের উপেক্ষার পাত্র হয়ে,
বয়ে গেল উপেক্ষার ভার;
এমনি উপেক্ষার ভার বয়ে বয়ে-
আসবে কি তাদের জীবননাট্যের
শেষ অংকের যবনিকার পালা?

মাঝে কি কোনদিন অবারিত হবে না;
কলুর বলদসদৃশ অচ্ছাদিত চোখ?
গর্জে উঠবে না কি কোনদিন-
তাদের সেই মুকাতুর মুখ?
নাকি সবীজ হয়েও নির্জীবের বেশে
জনমভর শুধু করে যাবে খেলা?