আঘাত হেনে হেনে
হৃদয় আজ বিধ্বস্ত !
হৃদয় বলে থাম এবার
নইলে যে আমাকে হারাবি কোনোদিন
মনের ব্যাথার ভাষা যাইনি বোঝা
কোথায় যে কতো সুখ বুঝতেই পারে না
সে বোঝার ভাষা নেই
সেই অনুভূতি নেই
কেনো যে হারালাম !
সূষ্টি তো কম দেই নি
তবে কেনো এই হৃদয়ের খেলায়
খেললাম নিজেকে ?
কেনো এই আঘাত ভিত কেও নাড়িয়ে দিয়ে যায় ?
বারবার প্রশ্ন করেও কেনো মনে হয়
যেখানে হৃদয় নেই সেখানে হৃদয় নিয়ে খেলা
ব্যদনার মেডেল পাওয়া ছাড়া কিছু নেই
কে বোঝাবে হৃদয় কে ?
দাও প্রভূ আমায় শক্তি
আবার নূতন করে বাঁচবো
কোনো টান নেই,কোনো মায়া নেই
এ যেনো নিজেকে নিয়ে বাঁচা এক অন্য স্বাদে
এ এক আলাদা জগৎ
নিজের জগৎ শুধুই নিজের জগৎ !!