আবার রাজনীতি ভুলে
মানুষ ছুটে যাবে বাংলার হৃদয় মাঝে
আবার বাংলার মানুষ সাহিত্য
সংস্কৃতি পল্লীর মাঝে ছুটে যাবে একদিন
আবার রাজনীতি ভুলে
বাংলার মানুষ ভালোবাসতে শেখাবে সমগ্র দেশবাসীকে
আবার রাজনীতি ভুলে
বাংলার মানুষের  ঘরে ঘরে হাসি ফোটাবে একদিন
আবার একদিন বাংলার মানুষ ছুটে যাবে
ধানসিঁড়িটির তীরে জীবনানন্দের খোঁজে
আবার বাংলার মানুষ শুনবে প্রতূল মুখোপাধ্যায়ের গান
“আমি বাংলার গান গাই”
আবার রাজনীতি ভুলে
বাংলার মানুষ গাইবে সাম্যের জয় গান
আবার একদিন মানুষ বুঝবে
রাজনীতি মানুষ মানুষকে হানাহানির জন্য নয়
সবার ওপরে মানুষ সত্য রাজনীতি নয়
আবার রাজনীতি ভুলে
বাংলার মানুষ বলবে এ দেশ তোমার আমার
এদেশের আলো বাতাস, সকলের সমান অধিকার
আবার বাংলার মানুষ রাজনীতি ভুলে
নিজ নিজ কর্মে গাইবে কর্মের জয়গান !!