চম্পা বা চামেলিরা
ঢুকে আছে গলিতে
মাঝে মাঝে লাশ পড়ে
কেটে দেয় নলিতে ।
হাতে বাঁধা বেলফুল
আতরের গন্ধ
খপ্পরে পড়ে গেলে
বেরোনোটা বন্ধ ।
নিষিদ্ধ পল্লীতে
প্রসিদ্ধ লোক
নোংরামি কোরে গিয়ে
রাজপথে শোক।
চাঁদামাথা খদ্দের
মালকোছা মারা
কোর্তাটি পরে কেউ
দাদা দিদি ঘেরা ।
লেখা আছে নোটিশেতে
ধূমপান ক্ষতিকর
টাকা দিয়ে মদপানে
নেই কোন ভয় ডর ।
চম্পা বা চামেলীরা
চায়না তো নাচতে
আদি পেশা ছেড়ে দিয়ে
চায় তারা বাঁচতে ।
নিষিদ্ধ বলে তবু
নিষিদ্ধ নয়
দিনে দিনে বেড়ে চলে
সমাজের ক্ষয় ।
কতকাজ দেশে আছে
কোরবার মতো
নানা কাজে লেগে যাও
চম্পারা যতো ।
আদি পেশা তোলা হোক
বিল আনো সরকার
জনগণ ওঠো জেগে
এটা দেখা দরকার ।
                    
                                            —S—