সম্পর্ক মানে অন্তরঙ্গতা ,
সম্পর্ক মানে আত্মীয়তা ,
সম্পর্ক হোল বিশ্বাস করে ভালোবাসা
সম্পর্কের নানান রকম মানে ।
মানুষ সম্পর্ক নিয়ে জন্মায়
তাই সম্পর্কের জন্যেই সম্পর্ক ।
সম্পর্কে আছে বড়ো অস্থিরতা
তবুও সম্পর্ক পাতায় মানুষ
নানাভাবে নিজেদেরই প্রয়োজনে।
সম্পর্ক টিকে থাকে তাই
সম্মান আর ভালোবাসার মধ্যে ।
দূর থেকেও রাখা যায় সম্পর্ক
আবার কাছে থেকেও হয়তো
থাকে না কোনো সম্পর্ক ।
সম্পর্ক ভাঙ্গে আবার সম্পর্ক গড়ে
তবুও সম্পর্ক বদল হয় বারেবারে
নানাভাবে জীবনেরই প্রয়োজনে ।
তাই সম্পর্কের পুনঃস্থাপন ।
যেভাবে খুশি গড়া যায় সম্পর্ক
আবার ভাঙ্গা যায় প্রয়োজন শেষে।
সম্পর্কের চরিত্র তাই
সম্পর্কিতরা সম্পর্ক দিয়ে বোঝে।
সম্পর্কের শুরু আর সম্পর্কের শেষ
তবু রয়ে যায় সম্পর্কের রেশ।
সম্পর্ক হল বিশ্বাস , তাই
বিশ্বাস ছাড়া  থাকে না কোনো সম্পর্ক।
শাণিত আঘাত থেকে ভাঙ্গে সম্পর্ক
তবুও সম্পর্ক দাবি করে শুধু
সম্পর্ক রাখার জন্যই।
সম্পর্ক হল বন্ধন , প্রেম আর মায়া
সম্পর্ক হল বিশ্বাস আর ভালোবাসা।
প্রতিভা নয় , অর্থ নয় , বয়স নয়
সম্পর্ক টিকে থাকে মনের গভীরে
পারস্পরিক বোঝাপড়ার মধ্যে ।
            
                            —S—