আলো তুমি ভালো বলেই
এসেছো ঘরে, থাক বাইরে
পোরা খাওয়া কটকটে রোদ্দুরে
বরষার কুপোকাত তাবুকায়
শঙ্কায় ডঙ্কায়
তমোঘ্ন মেঘ
মুখাচ্ছদ্দ পরিহিত
অমৃত নৃত্য সিঞ্চন করি
চঞ্চু চন্দ্রযানে।


আলো বলি ভাল তবে
চলে গেল হয় কালো-।


আলো, বাসো ভাল
জগতে ত্রিলোকে
অলোকে, বিলোকে
সবলোকে—
তবু তফাৎ কেন গো।


আলো যেওয়না কো-
পাশে থেকো-
হঠাৎ কুঞ্জটিকায়
নিক্ষেপিত ভাগ্যহারে
মরব অনাহারে-
ছত্র-ছন্দ কেটে যাবে গো-।


আলো তুমি বড্ড ভালো
নিয়ে যেও গো-
রেখোনা কো কাঙ্গাল করে-
দিন ডোরে,
আমি সরলাচর অধম-
নরাধম, বক্র-চক্রবাক
বুঝিনেকো—


ওরা সবি পারে, কথায় মারে
পাঁচে প্যাঁচে জড়িয়ে ঝড়িয়ে
পঙ্গু করে-
আলো তুমিতো ভাল-
আমার ঘরে এসেছো—সবার ঘরেও গ্যেছো-
সবার বাড়ি কি আমার মত ভালো গো-
সবাই কি আমার মত সাদা-সিদে গো
সত্যি বলছি আমি কিছু কইতে পারব নাই-
মরব, মরেই যাব, তবুও বলব নাই।
আলো তুমি ভাল—
গেলে তবে আমাকে নিয়েই চল---


করোনা কাব্যরস-২৮।