আমি ভুলই করব
ভূল দিয়েই যখন শুরু আমার
তখন ভুলই করব।
সন্দেহ বড়ই ঠিক হব কি না!
যখন পায়ের নিচের মাটি দেয় হানা
তখন ঠিক হবার কি আর উপায় আছে-
এ সবের উত্তর নাই জানা।
মাথার উপর ছাদ আছে
ছাদের উপর আকাশ
আকাশের উপর নীল আছে
নীলের পর ফক্কাস—
ফক্কাস কি আর পুরণ হবে-
যদি যাদব-যদু-মদুর মত কানাই থাকে-
পণ্ডিত শেয়ালের মাথায় ঘোলের বালতি
ঠিকগুলো সব গুলিয়ে মেখে
মেঘের কোলে দিল সাল্টি-
ও বলি ঠিক করবে কে—
ঠিক করার জনই যে ঠিক জানে না-
ভুল তো আমার হবেই!
ভুল শুধরানোর পাণ্ডিত্ব না থাকলে
ভুল সবার হবেই----