শক্তি ক্ষয়ে নিস্তেজ নির্বাক
বিন্দু সিন্ধুকণা রূপোলীদানা-
কিরোণাশ্রয়ে পড়ল গড়িয়ে
তারে ধরে রাখা দায়---- নিরুপায়।


কে নেবে এই দায়,
কারই বা দায় আছে এমন-
যৌবণের প্রখড় স্রোত
ভাটিতে বয়- অসহায়।
দায়িত্ব কার কাঁধে নেবার
অকালে কাল- জীবণ হারাবার।


প্রাণগুলো পিঁপড়ের মত
পিষিয়ে মারছে মারার কলে—
বধু হারাচ্ছে বর
বর হারাচ্ছে বধু
মা হচ্ছেন সন্তান হারা
সন্তান হারাচ্ছে স্বপ্নধারা।
সমাজ হারাচ্ছে সম্ভাবনার সত্ত্বা
দেশ হারাচ্ছে আলোকবার্তা
আর পৃথিবী হারাচ্ছে প্রিয়কর্তা-
অবলীলায়।


কে নেবে দায়
কার আছে দায় এমন-
শুণ্য পুরাণে পূণ্য পুঁথি
লিখবে বসে ভাগ্য তিথি-
থামবে কান্নার বোল-
থামাবে হারানোর মিছিল।