জ্ঞান ভিক্ষা-
হে দয়াময়-
আমি থাকতে চাই অতি সাধারণ
না থাকুক বিদ্রুপ অহম
সর্বসত্যে সম্মুখ থাকতে চাই
সরল্যে সমুচিত্ত সাধন ভোজন।
চাইনে অটল্য বিষয়-আসয়
কাঁদিছি নিখাদ জ্ঞানের আশায়।
সামান্যে সাধবো ব্যাসন ভূষণ
অবিচল অনিত্য অজ্ঞতা ভীষণ
চাই জ্ঞানময় সমহার
দাও দাও আমারে পূর্ণ করে
জ্ঞান উপহার।
আঁখি খুলি দেখি যা অতি সুন্দর
সাধ্যে নাই বুঝিতে অতল ভূধর
সামান্যে সঙ্কুচিত সংশয়ে সর্বদা
কাম্য শুধুই জ্ঞান সম্ভার
আমি চাইনে অঢেল্য বিষয়-আসয়
কাঁদিছি নিখাদ জ্ঞানের আশায়
বিদ্যাভারে পূর্ণ করে ধন্য করো আমায়
দাও দাও দাও আমারে জ্ঞান উপহার।


ভিক্ষা চাহিছি প্রভু করজোড়ে
দয়া করো এ দীনেরে
ভরিয়ে দাও এই সরল প্রাণের পরে
জ্ঞানের আলো অমোঘ আঁধারে
আমি চাই না মাগো বিষয়-আসয়
দু’হাত পেতেছি জ্ঞানের আশায়
বিদ্যাভারে পূর্ণ করে করে ধন্য কর মাগো
এ অধমেরে, দাও দাও মাগো মোরে জ্ঞান উপহার।