হব তোমারী


হৃদয়ের গভীর তীরে দাড়িয়ে আছো হে মোহনী
ছবি হয়ে ভাস চোখের তলে ওগো নন্দিনী
তোমারী বিচরণ ওই অভয়ারন্যে
তোমারী সন্তাপ অশত সহস্র সংপ্রাণে।


তোমার খোলা চুলের খেলা নৃত্য করে বিদূষী বাতাসে
মাতাল প্রতিচ্ছবি ভাসে হৃদয় আকাশে।
শুভ্র মুখশ্রী ভ্রু’দুটির দোলা
তরঙ্গসম ঠোঁটের খেলা
পুষ্প শোভিত সুরধারা হয়ে
মনের সেতারে ওঠে ভাসি।


অনন্ত হৃদ্ধ করি নিয়েছ ঠাঁই প্রাণের ঘরে
মুর্তি হয়েছ হে পুজিত প্রাণ
সারাদবিস নিশি স্তোতি তোমারী
সুখেতে মরি মরি
আমি তোমাতে হয়েছি অম্লান।
আমি চাইনে আর বিশ^সভা
তোমাতেই মিটিয়েছি সব দেখা।
সবিই বিলীণ তোমাতে তোমারী অসীম সংহারে
থাকিতে চাই হে প্রিয়তম তোমারো অন্তরে
আমি হব তোমারী হব তোমারী তোমারী।