মনিব তোমায় দাম দিলনা বলে
শ্রমিক তুমি মান খোয়াইয়ো না-
তোমার মানের মান প্রতিষ্ঠা কর উঁচুতে-
কর অপেক্ষা সময়ের।
অপেক্ষমাণ সময় ঘোর কাটাবে অসময়ের
পাবে পুরস্কার অপমানের
তখন তোমার মনিবের সকল করুণাগুলো ফুটে উঠবে প্রতিষ্ঠার সিঁড়ি হয়ে।