এক বোশেখের রাতে গর্জিত গগণ দেখে
চাঁদ-তারারা নিয়েছিল ছুটি।
কিন্তু ব্যাঙ ডাকেনি।
অথচ, আষাঢ়ের এক প্রত্যুষে হঠাৎ একফালি মেঘের কালো ছায়ায়
ছেঁয়ে যাওয়া সকাল বুঝেই ব্যাঙেদের আহ্লাদি যৌবনা ডাকে কান পাতা দায়।
আবার, বসন্ত ছাড়া শরতের তাল পাকা কিংবা হেমন্তের ধান পাকা গরমে
কোকিল ডাকেনা।
বুঝলেতো বন্ধু; কোকিল চেনে বসন্ত গরম, ব্যাঙ চেনে আষাঢ় গর্জন,
বাকি যা স্বপ্নীল তা কৌদর্য অলিক।
তই বলি মনের ভাষা আর ভালবাসা অযুতে বোঝে, যতই মধু মাখো ঠোঁটে-মুখে।
মনিষীরা মনের ভাষা এক বোলেই চেনে।