এই যে আমি লিখছি আর তোমরা পড়ছ
এ অধিকার আমার, এ অধিকার আমাদের।
এই যে আমি বলছি এবং তোমরা শুনছ
এই যে আমি বুঝছি এবং তোমরা বুঝছ
বিশুদ্ধ রূপে, শুদ্ধ স্বরে সবটুকুই আমার এবং আমাদের অধিকার।


আমাদের হাঁসি-কান্না, প্রেম- ভালবাসা, মায়া-মমতা
আনন্দ-বিনোদন সবকিছুই সহজাত অনুভতিতে প্রকাশ
এবং সবকিছুর বোধদয়ও আমাদের অধিকার।
আমাদের পোশাক-পরিচ্ছেদ, খাদ্য-খোরাক
রুচি-ঘৃণাবোধ, দুঃখ-বেদনারাও আমাদের অধিদকারের দলিল।


আমাদের বিপ্লব, আমাদের চিৎকার-আত্মহুতিরা
অধিকারের গভীর সঞ্চারণে গ্রোথিত।
আমরা যে তৃপ্তিতে মাতি, আমরা যে স্মৃতিতে মোহিত হই
আমরা যে বিস্মৃতির ইতিহাসে মলিন
সবকিছুই বাংলার সাগর হতে উত্থিত।


আমরা জীবনের জন্য সঞ্জীবনী গন্ধ নেই অস্তিত্বের আড়ৎ হতে
মাৎ-পাগলের মত আপ নজনের সাথে হৃদ্যতা করি বুকভরে-
অবলীলায় থাকি পাশাপাশি, করি ভাগাভাগি-স্বপ্ন-সুখ ও অনুভূতি,
সম্পাদন করি অখণ্ড অসীম যোগাযোগ-
তারও আমাদের অধিকার।


আমরা যে স্বপ্ন দেখি এবং যে স্বপ্ন দেখাই
আমরা যা শিখি এবং যা শেখাই
গড়ে ওঠা প্রতিজ্ঞা ও প্রতিভার মত অমর কৃর্তিগুলোও
আমাদের অস্তিত্বের অধিকারের চালান থেকে বাইরে নয়।


আমার অহংকারের অলংকার অধিকারের অধিকার
স্বপ্নদ্রোষ্টার দ্রষ্টকার-আমার বাংলা ভাস্কর ।
আমরা হয়ে উঠি বাঙলার হাড্ডিসার,
রক্ত-মাংসের কাঠামোয় পুরে থাকা বাঙলায়-
থাকে পরিপূর্ণতা ও বিকাশে অনাদিকাল মাতৃকায়।


এই বাংলা আমার অধিকারের কারিগর,
এই বাংলাই আমার বাঙালীয়ানার সুতিগার
এই বাংলা আমার ও আমাদের পুরস্কার,
এই বাংলাই আমার তোমার সবার অধিকার।