স্বপ্নাতুর
এস.কে. শুভ


খেলে গেছ সখি মনের খেলা
রেখে গেছ শান্তনা, অন্তরে দোলে তারি তরঙ্গ,
বিহঙ্গ হয়ে আসবে আবার
আশাভরা ঋষিত মনে কল্পনা বধে বারে বার
আমি হব তোমার, তুমি হবে আমার
মনেরো মঞ্জুরীতে প্রার্থনা তোমার।
মৃদঙ্গ ওঠে বাঁজি ঝিড়ি ঝিড়ি পত্র স্পন্দনে
বৃষ্টির অবিরাম ধারায়, মন হারায়
বিচলিত দোহনও আনন্দ মোহনে
তোমাতে শান্তনা কুড়ায়।
আমি রব তোমারী, হবে আমারী
মনেরো মঞ্জুরীতে প্রার্থনা তোমার।
জীবনের সম্পানে বাজছে বাঁশি
মিলন মাঝি বসি করছে আহবান
সাঁঝের প্রদীপসম আলোক স্বপন।
বিচলিত দোহন আনন্দ মোহন মনে
তোমাতে শান্তনা কুড়ায়।
আমি রব তোমারী, হবে আমারী
মনেরো মঞ্জুরীতে প্রার্থনা তোমার।
স্মরণের ঘরে রেখে গেছ রক্তিম আলো
মোম সম মন দোহে তারি ছোঁয়ালয়ে
আসবে ফিরে প্রেমোভিসার আাঁখি স্বজ্জলো
ঋগ্ধ রিক্ততা হেরি আবার জ¦লিবে আলো-
রব তোমারী, হবে আমারী